বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Open University Bangladesh LLB Admission 2024
- এলএলবি (অনার্স) প্রোগ্রামের বৈশিষ্ট্য
- Open University Bangladesh LLB Admission 2024 এর এলএলবি (অনার্স) প্রোগ্রামটি চার বছরে মোট ৪০ টি কোর্সে ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স= ৩ ক্রেডিট)।
- প্রতি শিক্ষাবর্ষ ৬ মাস মেয়াদি ২টি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি সেমিস্টারে কোর্স সংখ্যা ০৫টি। প্রতিটি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে ০২টি সেমিস্টারের পরীক্ষা একত্রে অনুষ্ঠিত হতে পারে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ ০৮(আট) বছর পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি ভর্তি ২০২৩-২০২৪
- স্টাডি সেন্টার ও ক্লাস সময়ঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি ভর্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ০১টি স্টাডি সেন্টার (ঢাকা আঞ্চলিক কেন্দ্র,বাউবি) এর মাধ্যমে শিক্ষাক্রম পরিচালনা করা হবে।
- ক্লাস সময়ঃ
বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের ক্লাস সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (সেকশন-এ) অনুষ্ঠিত হবে। তবে কর্মজীবী/চাকুরীজীবী শিক্ষার্থীদের ক্লাস প্রতি শুক্রবার ও শনিবার(সেকশন-বি) অনুষ্ঠিত হবে। উভয় সেকশনের পরীক্ষা বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রতি কোর্সে ৭৫% ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
BOU LLB Admission Circular 2024 – LLB Honours Admission 2024
- ভর্তি ও অন্যান্য ফিঃ
BOU LLB Admission Circular 2024 – LLB Honours Admission 2024 প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে ১২,৩১০/- টাকা Open University কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। পেমেন্ট করার অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
Bangladesh Open University LLB Admission Circular 2024 Official Notice:
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ – 4 years LLB course in Bangladesh – BOU Admission
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও ভর্তি পদ্ধতিঃ
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ০৪ বছর মেয়াদী এলএলবি (অনার্স) প্রোগ্রামে (MCQ) বহুনির্বাচনী প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টনঃ বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি)-২৫ ও আন্তজাতিক বিষয়াবলি-২৫।
- ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর-৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
- 4 years LLB পোগ্রামের প্রতি সেকশনের আসন সংখ্যা-৬০।
- মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ পরবর্তী নির্দেশ ওনিয়ম অনুযায়ী ভর্তি হতে পারবেন।
BOU Admission login – BOU Admission Apply
অনলাইন ভর্তি প্রক্রিয়াঃ
- 4 years LLB course in Bangladesh প্রোগ্রামে ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।
- এক্ষেত্রে https://osapsnew.bou.ac.bd/ তে BOU Admission login করে BOU Admission Apply now অপশনে ক্লিক করে Application Form টি যথাযথভাবে পুরন করতে হবে।
- প্রাথমিক আবেদন ফি বাবদ ৫০০/- টাকা নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
- অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্রসমূহ ০১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১৫ মার্চ ২০২৪ তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষ/তথ্য কেন্দ্রে জমা দিতে হবে।
- আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র নির্বাচিতরাই লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া তাদেরকে মোবাইলে SMS এর মাদ্যমে নিশ্চিত করা হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এলএলবি অনার্স ভর্তি – BOU LLB Admission 2024
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এলএলবি অনার্স ভর্তি – BOU LLB Admission 2024 এর ০৪ বছর মেয়াদি অনার্স প্রেগ্রামে ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে গুরুত্বসহকারে দেখুন এবং এলএলবি ভর্তি সংক্রান্ত নির্দেশনার আলোকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।